Birbaha Hassada, Zoological Park, জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৭ এপ্রিল: উত্তরবঙ্গ থেকে নিয়ে আসা পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ পলাশকে পর্যটকদের জন্য ইনক্লোজারে ছাড়ালেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে একাধিক প্রকল্পের উদ্বোধন করেন মন্ত্রী।

সৃষ্টিশ্রী উদ্বোধনের পাশাপাশি পূর্ণবয়স্ক চিতাবাঘ পলাশ, বাঁকুড়া থেকে উদ্ধার হওয়া বাল্লু নামের ভালুক, পাখি ও সরীসৃপ প্রাণী ইনক্লোজালে ছাড়া হয় পর্যটকদের জন্য। এছাড়াও পর্যটকদের জন্য বসার দু’টি বিশ্রামাগারের উদ্বোধন করা হয়। রয়েল বেঙ্গল টাইগার রাখার জন্য ইনক্লোজার, হরিণদের পৃথক দু’টি ইনক্লোজারের ভিত্তিপ্রস্তর করেন মন্ত্রী।

মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বনদপ্তরের শীর্ষ আধিকারিকরা, ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল, মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত থেকে শুরু করে ঝাড়গ্রাম, খড়্গপুর, মেদিনীপুর ও রূপনারায়ণ বন বিভাগের ডিএফও সহ বনদপ্তরের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *