পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৭ এপ্রিল: বিশ্ব স্বাস্থ্য দিবসে ডাঃ নরম্যান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আজ মেচেদাস্থিত ট্রাস্ট ভবনে অন্যান্য বছরের মত এ বছরও স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে হাড়ের ক্ষয় (বি এম ডি টেস্ট) পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ রমেশ বেরা, শহিদ মাতঙ্গিনী ব্লকের বিডিও রথীন চন্দ্র দে, শান্তিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান করুণা সী, ট্রাস্টের সম্পাদক তপন ভৌমিক, সদস্য ডাঃ সন্তোষ মাইতি, মেডিকেল সার্ভিস সেন্টারের সর্বভারতীয় সম্পাদক ডাঃ ভবানী শঙ্কর দাস। তাম্রলিপ্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবির উদ্বোধন করেন বিডিও রথীন চন্দ্র দে। বিনামূল্যে ৮১ জন প্রবীণ ব্যক্তির হাড়ের অস্থিমজ্জা ক্ষয়ের পরীক্ষা হয়। মোট ৬৭ জন রক্তদান করেন তাদের মধ্যে ১৭ জন মহিলা।
ট্রাষ্ট্রের সম্পাদক তপন ভৌমিক বলেন, প্রচন্ড গরমের সময় রক্তের সঙ্কট বেশি দেখা দেয়, তাই এই রক্তদান শিবিরের আয়োজন। উপস্থিত রক্তদাতা, অতিথি এবং স্বেচ্ছাসেবকদের তিনি ধন্যবাদ জানান।