AIDSO, AIDYO, Tamluk, ২৬ হাজার শিক্ষকের চাকরির বাতিল ও গাজার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল তমলুকে

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৭ এপ্রিল: সম্প্রতি এসএসসি-২০১৬ নিয়োগ মামলায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করতে না পেরে পুরো প্যানেল বাতিল করে দিয়ে যোগ্য শিক্ষকদের অমানবিক এবং মর্মান্তিক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হয়েছে। উদ্ভূত এই পরিস্থিতি যোগ্য শিক্ষকদের পরিবার সহ এ রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে চুড়ান্ত হতাশ করেছে। হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ দুর্নীতি এবং দুর্নীতিগ্রস্ত রাজনীতির দ্বারা কোনভাবেই বিপন্ন হতে দেওয়া যায় না। এই রায়ের তীব্র প্রতিবাদ জানিয়ে দুর্নীতিতে জড়িত নেতা-মন্ত্রী সহ সকল ব্যক্তির কঠোর শাস্তি ও যোগ্যদের ন্যায় বিচারের দাবি জানিয়ে আজ ছাত্র সংগঠন এআইডিএসও ও যুব সংগঠন এআইডিওয়াইও’র পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে তমলুক হাসপাতাল মোড় থেকে মাণিকতলা মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল হয়। এরই পাশাপাশি মানবসভ্যতার শত্রু মার্কিন সাম্রাজ্যবাদের মদতপুষ্ট ইজরায়েল যেভাবে গাজা ভূখণ্ডে নিরস্ত্র মানুষকে নিকেষ করার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার প্রতিবাদে পৃথিবীর গণতন্ত্রপ্রিয়, শান্তিকামী সমস্ত মানুষদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে মিছিল করে।

আজকের এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ছাত্র সংগঠন এআইডিএসও’র জেলা সম্পাদক নিরুপমা বক্সি ও জেলা সভাপতি শুভজিৎ অধিকারী এবং এআইডিওয়াইও’র জেলা সম্পাদক আশীষ দোলুই, জেলা সভাপতি মঞ্জুশ্রী মাইতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *