Fire, Shushunia Hill, শুশুনিয়া পাহাড়ে আগুন এড়াতে কড়া পদক্ষেপ বন দপ্তরের

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৯ মার্চ: শুশুনিয়া পাহাড়ে আগুন লাগার ঘটনা এড়াতে এবার বড় পরিকল্পনা নিল বন দফতর ও পরিবেশবাদীরা। জেলার অন্যতম পর্যটন কেন্দ্র শুশুনিয়া পাহাড়ের বনে বারবার আগুন লেগে যাওয়া এড়াতে আরও উদ্যোগী হতে চাইছে বন দফতর। পুলিশের সঙ্গে সমন্বয় রেখে ২৪ ঘন্টা পাহাড়ের সর্বত্র কড়া নজরদারি রাখার ব্যবস্থা করা হয়েছে। এরজন্য যৌথ বিশেষ দল গঠন করা হয়েছে। পাহাড়ে নজরদারির পাশাপাশি আগুন লাগার ঘটনা ঘটলে দ্রুত যাতে তা নিয়ন্ত্রণে আনা যায় তার উদ্যোগ নেওয়া হচ্ছে। এরজন্য একশো জন বন কর্মীকে নিয়ে পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে। তাদের নিয়ে তৈরি করা হয়েছে নজরদারির বিশেষ দল।

অন্যদিকে স্থানীয় ও পর্যটকদের বন আগুন নিয়ে সচেতন করতে প্রচারে নেমেছে পরিবেশবাদী সংস্থা মাই ডিয়ার ট্রিজ এন্ড ওয়াইল্ডস। শনিবার থেকে তারা নাচ ও গানের মাধ্যমে সচেতনতার প্রচার শুরু করেছে।

উল্লেখ্য, দু’বছর পর গত বৃহস্পতিবার ফের শুশুনিয়া পাহাড়ের বনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাহাড়ের পূর্ব অংশের বিস্তীর্ণ এলাকায়। এতে পুড়ে যায় পাহাড়ের বহু গাছ। প্রায় একদিন লাগাতার চেষ্টার পর শুক্রবার আগুন নেভাতে সমর্থ হয় বন দফতর। আগামীতে আগুন লাগার ঘটনা দ্রুত ঠেকাতে পরিকল্পনা শুরু হয় বন দফতরের। এই পরিকল্পনা অনুসারে এখন থেকে জেলা পুলিশকে সঙ্গে নিয়ে চলবে নজরদারি। এই নজরদারির জন্য ২০ জনের একটি দল গঠন করছে বন দফতর। তারাই ২৪ ঘন্টা নজরদারি চালাবে পাহাড়ে।

শুধু নজরদারি চালানোই নয়, বন দফতরের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত একশো কর্মীকে নিয়ে একটি দল গঠন করা হয়েছে। শুশুনিয়া পাহাড়ে আগুন লাগার ঘটনা ঘটলে একশো জনের সেই দল ঝাঁপিয়ে পড়বে আগুন নিয়ন্ত্রণে। এদিন এই সামগ্রিক পরিকল্পনার কথা জানান বাঁকুড়া উত্তর বনবিভাগের এডিএফও দুর্গাকান্ত ঝাঁ। স্থানীয় বাসিন্দা ও ব্যাবসায়ীরা চান শুশুনিয়ার পাহাড়ের বনে বারবার আগুন লাগার ঘটনা আটকাতে কড়া নজরদারি জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *