পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ ডিসেম্বর: ডেবরা ক্রীড়া চর্চার প্রসার ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল ডেবরা বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর। গত ২৩ নভেম্বর শনিবার ডেবরা হরিমতি হাইস্কুল ময়দানে এই ফুটবল টুর্নামেন্টে শুরু হয়। এই টুর্নামেন্ট চলে ১৫ ডিসেম্বর রবিবার পর্যন্ত। প্রতি শনি এবং রবিবার বিকেলে এই খেলা দেখতে পান ক্রীড়া প্রেমী দর্শকরা। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের ১৬টি ফুটবল দল এই টুর্নামেন্টে অংশ নেয় বলে জানান বিধায়ক হুমায়ুন কবীর।
গত ২৩ নভেম্বর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিধায়ক হুমায়ুন কবীর। টুর্নামেন্টের সমাপ্তির দিন ঝাড়গ্ৰাম পুলিশ একাদশ বনাম ডেবরা অন্নপূর্ণা এন্টারপ্রাইজ অংশগ্রহণ করে। এদিন ঝাড়গ্ৰাম পুলিশ একাদশ, ডেবরা অন্নপূর্ণা এন্টারপ্রাইজকে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে। ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ক্রীড়া প্রেমী মানুষদের নিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা বহন করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শনিবার এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এদিনের ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বিধায়ক প্রতিনিধি বিবেকানন্দ মুখার্জি। ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ শীতেশ ধাড়া, শিক্ষা কর্মাধ্যক্ষ অশ্বিনী সর্দার, কর্মাধ্যক্ষ সাবির আলী, জগন্নাথ মূলা সহ বিশিষ্ট জনেরা।
ড: হুমায়ুন কবীর বলেন, মূলত ছাত্র ও যুব সমাজের মধ্যে খেলাধূলার প্রতি আগ্রহ বাড়াতে এবং জেলায় ক্রীড়া চর্চার প্রসার ঘটাতে এই উদ্যোগ। বিগত কয়েক বছর ধরে প্রচুর মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পেয়েছি। সন্ধ্যায় এলাকাবাসীদের মনোরঞ্জনের জন্য নামী শিল্পীদের নিয়ে সঙ্গীতের আসর অনুষ্ঠিত হয়।