পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ ডিসেম্বর: ডেবরার বালিচকে আজ থেকে শুরু হল আদি বালিচক উৎসব- ২০২৪। এই মেলা ও উৎসব ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এবার এই উৎসব ২২ বছরে পদার্পণ করলো।
২০০৩ সালে যখন উৎসব শুরু হয়, সেই সময় ভোগপুর মাঠে মেলা বসত। এখন মেলার আকার বড় হওয়ায় মেলা ও উৎসব হয় বালিচক ভজহরি বিদ্যালয় প্রাঙ্গণে। প্রতিদিনই মেলা প্রাঙ্গণে ভিড় উপচে পড়ে। সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন উৎসব কমিটির কর্ণধার প্রদীপ কর। ২০০৩ সালে কাশীনাথ ঘোষ, উৎপল শুড়, তারক ঘোষ, রাম কুইল্যা সহ একঝাঁক যুবককে সঙ্গে নিয়ে তিনি এই মেলার পথচলা শুরু করেন। এই মেলা ডেবরার মানুষের মনে জায়গা করে নিয়েছে।
রবিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানি মাইতি, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, কর্মাধ্যক্ষ আশীষ হুদাইত, প্রাক্তন বিধায়ক সেলিমা বিবি, পঞ্চায়েত সমিতির সভাপতি ও কর্মাধ্যক্ষ সহ অন্যান্য ব্লক প্রশাসনের আধিকারিকরা।
আদিবাসী নৃত্য ও বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে উৎসবের সূচনা হয়। মেলায় হস্তশিল্প, নানা রকম খাবার সহ বিভিন্ন স্টল রয়েছে। ছোটদের মনোরঞ্জনের জন্যও নানা ব্যবস্থা থাকছে। প্রতিদনিই বসবে সঙ্গীতের আসর। প্রথমে স্থানীয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠান হয়। আসরে কলকাতা এবং মুম্বাইয়ের শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করবেন। মেলা শুরু হতে না হতেই সকাল থেকে উৎসাহী জনতার ভিড় জমতে শুরু করে মেলার মাঠে।
উৎসব কমিটির কর্ণধার প্রদীপবাবু বলেন, আজ থেকে এই বালিচক উৎসব- ২০২৪ এর সূচনা হয়, চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। উৎসব কমিটির পক্ষ থেকে আমরা সারাবছর নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকে এই কমিটি। বন্যার্তদের সাহায্য, রক্তদান কর্মসূচি, দারিদ্র্যদের শীতবস্ত্র বিতরণ সহ নানান সামাজিক কাজে নিয়োজিত রয়েছে উৎসব কমিটির সদস্যরা।