আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ১৬ ডিসেম্বর: এবার ডায়মন্ড হারবারের বিধায়ক দীপক হালাদারের ছবি দিয়ে পোস্টার পড়ল দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে। তাঁর অনুগামীরা এই পোস্টার লাগিয়েছে। আমরা দাদার অনুগামী বলেই পোষ্টার পড়েছে ডায়মন্ড হারবারে। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছে সে সম্পর্কে কিছু বলতে না চাইলেও তাঁর ভালোবাসার মানুষজনই এই পোষ্টার লাগিয়েছে বলে দাবি করেছেন এই তৃণমূল বিধায়ক। তবে গত সাড়ে চার বছরে তাঁকে নিস্ক্রিয় করে রাখা হয়েছে বলে আরও একবার ক্ষোভ প্রকাশ করলেন এই তৃণমূল বিধায়ক।
কিছুদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর ক্ষোভের কথা জানিয়েছিলেন। এবার প্রকাশ্যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন দীপকবাবু। গত সাড়ে চার বছরে তাঁকে দলের মধ্যেই নিস্ক্রিয় করে রাখা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁকে কোনও সরকারি অনুষ্ঠানেও আমন্ত্রন জানানো হয়নি। এমন কি দলের সংগঠনের কোনও মিটিং, মিছিলেও তাঁকে ডাকা হয়নি বলে জানান তিনি। তবে তাঁর রাজনৈতিক অবস্থান সম্পর্কে এখনই কোনওরকম মুখ খুলতে চাননি এই তৃণমূল বিধায়ক।
বুধবার সকালে এলাকার ডায়মন্ড হারবার শহরের আব্দালপুর এলাকার বিভিন্ন প্রান্তে তাঁর সমর্থনে একাধিক পোস্টার পড়ে। সেই সম্পর্কে তিনি বলেন, “আমায় যারা ভালবাসে তাঁরাই এই পোস্টার লাগিয়েছে।”