শিরাকোল কান্ডের পর ডায়মন্ড হারবারে এলেন রাজ্যপাল জগদীপ ধনকর

আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ১৬ ডিসেম্বর: শিরাকোল কান্ডের পর এবার ডায়মন্ড হারবারে এলেন রাজ্যপাল জগদীপ ধানকর। বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ তিনি আসেন সরিষা রামকৃষ্ণ মিশনে। সেখানে মিশনে কিছুটা সময় কাটানোর পর পৌঁছন ডায়মন্ড হারবার সার্কিট হাউস শুভান্নতে। সেখানে তিনি একটি সাংবাদিক সম্মেলন করেন।

এদিনের সাংবাদিক বৈঠকে রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল। গত পঞ্চায়েত নির্বাচনে ডায়মন্ড হারবারে ভোট ঠিকমতো হয়নি। আর সেই কারণে আগামী বিধানসভা নির্বাচন যাতে সুস্থ ভাবে হয়, সাধারণ মানুষ যাতে তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন সে বিষয়ে প্রশাসন তথা নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে বলে জানান রাজ্যপাল। পাশাপাশি এ রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। আগামীতে তিনি একাধিকবার ডায়মন্ড হারবারে আসবেন বলে এদিন জানান।

নির্বাচনের আগেই ডায়মন্ড হারবারের উপর বিশেষ নজর রাখা হয়েছে বলে জানান তিনি। এই এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী নামানো হবে বলে জানিয়েছেন রাজ্যপাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *