আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৮ মার্চ: লোকসভা ভোটকে কেন্দ্র করে ফ্লাইং স্কোয়াড টিমের গাড়ির উদ্বোধন হল জলপাইগুড়ি জেলায়। সোমবার জেলাশাসকের দফতরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সবুজ পতাকা দেখিয়ে স্কোয়াড টিম ও সচেতনতা প্রচারের গাড়ির উদ্বোধন করলেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক শামা পারভিন। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবহালে। এছাড়াও ছিলেন অতিরিক্ত জেলাশাসকরা। মোট ২৬টি টিম জেলার কাজ করবে। মূলত ভোটারদের ভয় দেখানো, টাকা দিয়ে ভোট কেনা এছাড়া এমসিসি ভাঙলে এই টিম প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে জানা গিয়েছে।
জেলা প্রশাসনের দাবি, নির্বাচন কমিশনের নির্দেশ, কোনো ভোটারকে ভয় দেখানো যাবে না। সুষ্ঠু ও স্বাভাবিক ভাবে সকলকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। যে দল বাধা দেওয়ার চেষ্টা করবে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এমনকি অভিযুক্তের জেল ও জরিমানা হবে।