আমাদের ভারত, ব্যারাকপুর, ১৭ মার্চ: আগামী ২০ মে ব্যারাকপুর লোকসভার নির্বাচন, কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের দ্বিতীয় প্রার্থী তালিকা ঘোষণা করেনি বিজেপি। আর তার আগেই ব্যারাকপুর বড় কাঠালিয়া এলাকায় বিজেপির প্রার্থী হিসেবে অর্জুন সিং- এর
নামে পোস্টার দেখা গেল। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর।
এই বিষয়ে ব্যারাকপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিককে প্রশ্ন করা হলে তিনি নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় জানান, বন্ধু ভাল থাক।
অপর দিকে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় জানান, কিছু অতি উৎসাহী মানুষ এই ধরনের পোস্টার লাগিয়েছে। এর সঙ্গে বিজেপি কর্মীদের কোনো যোগাযোগ নেই