meeting, Jalpaiguri, DM office, নির্বাচন কমিশনের নির্দেশে জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে সর্বদলীয় বৈঠক

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৮ মার্চ, ১৯ এপ্রিল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের ভোট। উত্তরবঙ্গে প্রথম দফায় জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে একই দিনে ভোট হতে চলছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা কিভাবে আবেদন করবেন, কোথায় কী লিখতে হবে এই সব বিষয় নিয়ে সোমবার জেলাশাসকের দফতরে নির্বাচন কমিশনের নির্দেশে সর্বদলীয় বৈঠক হলো। এছাড়া কোথায় কীভাবে দলীয় সভা করা হচ্ছে, খরচ কী হবে, কোন খাতে কত টাকা ধরা হবে এই সব নিয়ে আলোচনা হয়।

এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক শামা পারভিন। এছাড়া জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবহালে, সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী ও জেলা প্রশাসনের আধিকারিকরা। জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসক শামা পারভিন বলেন, “কমিশনের নির্দেশে সর্বদলীয় বৈঠক করা হল। কোথায় কীভাবে ভোটের কাজ করতে হবে সেই বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে। কীভাবে লোকসভা ভোটের প্রার্থীরা আবেদন করবেন। নমিনেশন কীভাবে জমা করবেন এই সব বিষয়ে সর্বদলীয় বৈঠক করা হল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *