Amit Roy, president, JKLA, জলপাইগুড়ি কামতাপুরী ভাষা অ্যাকাডেমির নতুন সভাপতি হলেন অমিত রায়

আমাদের ভারত, জলপাইগুড়ি, ১৮ মার্চ: লোকসভা ভোট ঘোষণার আগে জলপাইগুড়ি কামতাপুরী ভাষা অ্যাকাডেমির সভাপতি বদল হলো। এতদিন সভাপতির
দায়িত্বে ছিলেন বজলে রহমাম। সোমবার সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন কামতাপুর প্রগ্রেসিভ পার্টির সভাপতি অমিত রায়। দায়িত্ব নিয়ে একাধিক দাবি-সহ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানালেন তিনি।

সোমবার কামতাপুরী ভাষা অ্যাকাডেমির চেয়ারম্যানের দায়িত্বভার দায়িত্বভার গ্রহণ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান অমিত রায়। তিনি বলেন, আগামীতে ভাষা অ্যাকাডেমির পক্ষ থেকে একাধিক কাজকর্মের লক্ষ্য রয়েছে। আরো ২০০ কামতাপুরী ভাষায় পঠন পাঠনের স্কুলকে অনুমোদনের দাবি জানানো হয়েছে রাজ্য সরকারের কাছে। ভাষা, ট্রাডিশনাল পোশাক, খাদ্য প্রভৃতি ভাষা অ্যাকাডেমির মাধ্যমে উন্নয়ন করতে চাইছি। তিনি আরো জানান ভাষা, নাটক, কবিতা প্রভৃতি উৎসব করার পরিকল্পনা রয়েছে। মনীষীদের মূর্তি স্থাপনের ওপরেও জোর দেওয়া হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *