বিনামূল্যে ৩কোটি করোনা যোদ্ধা ভ্যাক্সিন পাবে প্রথম দফায়, জানালেন হর্ষবর্ধন

আমাদের ভারত, ২ জানুয়ারি:শুক্রবার অক্সফোর্ডের ভ্যাক্সিনকে অনুমোদন দিয়েছে বিশেষজ্ঞদের প্যানেল। এরপর শনিবার স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন প্রথম দফায় বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে তিন কোটি মানুষকে। এর মধ্যে এক কোটি স্বাস্থ্যকর্মী আর দু’কোটি করোনার সামনের সারির যোদ্ধারা রয়েছেন।

হর্ষবর্ধন টুইট করে জানিয়েছেন, প্রথম দফায় ১ কোটি স্বাস্থ্যকর্মী ও দু’কোটি ফ্রন্টলাইন ওয়ার্কারকে টিকা দেওয়া হবে। আরো ২৭ কোটি মানুষকে জুলাইয়ের মধ্যে টিকা দেওয়া হবে। তবে এক্ষেত্রে কারা অগ্রাধিকার পাবেন তা পরে জানানো হবে।

ইতিমধ্যেই ভারতে এক কোটির বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লক্ষ ৪৯ হাজার মানুষ। এই পরিস্থিতিতে অক্সফোর্ডের ভ্যাক্সিন কোভিশীল্ড দেওয়ার জন্য ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়ার কাছে সুপারিশ করেছে বিশেষজ্ঞদের প্যানেল।

স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন ড্রাগ কন্ট্রোলার ওই সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে খুব তাড়াতাড়ি। হর্ষবর্ধন জানিয়েছেন এই ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। তিনি টুইটারে লিখেছেন,”ভ্যাক্সিনের নিরাপত্তা নিয়ে কোনো গুজব ছড়াবেন না। সবকিছুই পরীক্ষা করে দেখা হয়েছে। এর আগে যখন পোলিও ভ্যাক্সিন দেওয়া নিয়েও অনেক গুজব ছড়াতো কিন্তু সেই ভ্যাক্সিন দেওয়া শুরু হলে সবাই দেখতে পেল তা নিরাপদ।”

কিভাবে করোনার টিকাকরণ হবে তা খতিয়ে দেখতে শনিবার থেকে দেশের সব কটি রাজ্যে ড্রাই রান শুরু হয়েছে।এর আগে দেশে চারটি রাজ্যে টিকার ড্রাইরান হয়েছে এবং তা যথেষ্ট সফল বলেই জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *