মধ্যমগ্রাম পৌরস্বাস্থ্য কেন্দ্রে সূচনা হল করোনা ভ্যাকসিনের ট্রায়াল রান

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২ জানুয়ারি:
রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে উত্তর ২৪ পরগনা জেলায় সূচনা হল করোনা ভ্যাকসিনের ট্রায়াল’ রান। শনিবার মধ্যমগ্রাম আব্দালপুর এলাকার পৌরসভার সুস্বাস্থ্য কেন্দ্র থেকে করোনা ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়াল’ প্রক্রিয়া চালু হল। মধ্যমগ্রাম ছাড়াও আমডাঙ্গা ও বিধাননগরের দত্তাবাদ এলাকার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার ট্রায়াল’ প্রক্রিয়া চালু হয়েছে শনিবার সকাল থেকে।

করোনা মহামারী পরিস্থিতিতে লড়াই করা ২৫ জন প্রথম সারির করোনা যোদ্ধাদের দিয়ে এই ভ্যাকসিনের ট্রায়াল’ প্রক্রিয়া শুরু হল মধ্যমগ্রামে। ভ্যাকসিন নেওয়ার জন্য স্বাস্থ্যকেন্দ্রর থেকে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, ভ্যাকসিন নেওয়ার পর অন্ততঃ কমপক্ষে ২০ থেকে ৩০ মিনিট অপেক্ষা করার জন্য এবং যারা ভ্যাকসিন নিতে আসবেন তাদের অবশ্যই মাক্স, স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। পাশাপাশি ভ্যাকসিন নিতে আসা মানুষদের সমস্ত রকম ডাক্তারি পরীক্ষা মূলক চেকআপ করার পরই ভ্যাকসিন ট্রায়াল’ প্রক্রিয়ায় পাঠানো হচ্ছে। মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ বলেন, প্রথম সারির করোনা যোদ্ধাদের প্রথমে এই ভ্যাকসিন দেওয়া হচ্ছে, পর্যায়ক্রমে নাগরিকরা সকলেই বিনামূল্যে এই ভ্যাকসিন পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *