৩১ মার্চের মধ্যে প্রত্যেক পুরসভাকে খরচের হিসেব দিতে হবে, বললেন ফিরাদ হাকিম

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ জানুয়ারি:
আগামী ৩১ মার্চের মধ্যে রাজ্যের সমস্ত পুরসভাগুলিকে কাজের হিসেব দেবার নির্দেশ পুরমন্ত্রী ফিরাদ হাকিমের। শুক্রবার কলকাতা পুরসভায় এইকথা জানান রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিম। তিনি বলেন, প্রত্যেকবার দেখা যায় অনেক পুরসভা সময়মতো টাকা খরচ করতে পারছে না। তাই এবার আগেই সেই হিসেব নিয়ে রাখতে চায় পুরদফতর। যদিও পুরদফতরের এই সিদ্ধান্তের সঙ্গে নির্বাচনের কোনও সম্পর্ক নেই বলে জানান ফিরাদ হাকিম।

তিনি আরও বলেন, পুরদফতরের বরাদ্দ অর্থ খরচ না করতে পারলে এবছরের নতুন প্রকল্পেও টাকা বরাদ্দ কমবে। তবে এরসঙ্গে পুরভোটের কোনও সম্পর্ক নেই বলেই জানান ফিরাদ হাকিম। তিনি বলেন, তৃণমূল পুরভোটের জন্য তৈরি। তৃণমূল মানুষের কথা বলে। তাই মানুষের উপর আমাদের ভরসা রয়েছে। মানুষ আগামী পুরনির্বাচনেও আমাদের উপর ভরসা রাখবে বলে জানান ফিরাদ হাকিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *