আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগনা, ১৭ জানুয়ারি:
৫০০ গ্রাম হেরোইন সহ তিন দুষ্কৃতীকে গ্রেফতার করল দক্ষিণ ২৪ পরগণার জীবনতলা থানার ঘুটিয়ারিশরিফ ফাঁড়ির পুলিশ ও বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশান গ্রুপ। উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় পনেরো লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। ধৃতরা হল সইদুল লস্কর, শক্তি হরিজন ও মহম্মদ সামিউল হক। ধৃতদের মধ্যে সইদুলের বাড়ি জীবনতলা থানায় হলেও বাকি দুজনের বাড়ি মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার অন্তর্গত।
শুক্রবার সকালে গোপন সুত্রে খবর পায় বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশান গ্রুপ। সেই খবর পেয়েই স্পেশাল অপারেশান গ্রুপের ওসি লক্ষিকান্ত বিশ্বাস ঘুটিয়ারিশরিফ ফাঁড়ির ওসি সমরেশ দাসকে সঙ্গে নিয়ে ঘুটিয়ারি শরিফের হালদার পাড়া অটো স্ট্যান্ডে হানা দিয়ে এই তিনজনকে হাতে নাতে ধরে ফেলে।
পুলিশের প্রাথমিক অনুমান লালগোলা থেকে এই হেরোইন সাপ্লাই করতেই এসেছিল শক্তি হরিজন ও মহম্মদ সামিউল হক। এছাড়াও ধৃতদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ প্রায় দেড় হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার পিছনে কে বা কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।