Mamata, FIR, একাধিক ধারায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের

আমাদের ভারত, ২৯ আগস্ট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছেন। এই বিষয়ে তিনি দিল্লি পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছেন। একই সঙ্গে রাষ্ট্রপতি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেও অভিযোগের কপি পাঠিয়েছেন ওই আইনজীবী।

বুধবার মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রেখেছিলেন। মূলত সেই বক্তব্যের বিরোধিতায় এই অভিযোগ দায়ের হয়েছে। মুখ্যমন্ত্রী বলেছেন, বাংলা জ্বললে অসম, বিহার, ঝাড়খান্ড, ওড়িশা, দিল্লি জ্বলবে। এমনই মন্তব্যের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় ন্যায়সংহতি অনুযায়ী ১৫২, ১৯২, ১৯৬ ধারায় মামলা দায়ের করেছেন আইনজীবী জিন্দাল।

মেয়ো রোডের জনসভা থেকে মমতা বলেছেন কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান অসমে থেমে থাকবে না। উত্তর- পূর্বে থেমে থাকবে না। উত্তর প্রদেশেও থেমে থাকবে না। বিহারেও থেমে থাকবে না। ঝাড়খন্ডেও থেমে থাকবে না। ওড়িশাও থেমে থাকবে না। আর দিল্লি ওখানে থেমে থাকবে না।

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে নিশানা করে তিনি মন্তব্য করেছিলেন, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। আপনার চেয়ারটা আমরা টলোমলো করে দেব। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়।

বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করেছেন আইনজীবী বিনীত জিন্দাল। তিনি উল্লেখ করেছেন, ভারতবর্ষের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার দরুন জনগণকে তিনি প্রভাবিত করতে পারেন। সাংবিধানিক পদে থেকে তাঁর এই ধরনের মন্তব্য দেশের মধ্যে অশান্তি ছাড়াতে পারে। হিংসার বাতাবরণ তৈরি করতে পারে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরোধিতা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছেন, দিদি আপনার এত সাহস কিভাবে হল যে আপনি অসমকে হুমকি দিচ্ছেন? আমাদের রক্তচক্ষু দেখাবেন না। আপনার ব্যর্থ রাজনীতির মাধ্যমে ভারতকে একদম অগ্নিগর্ভ করে তোলার চেষ্টা করবেন না। আপনার মুখে বিভাজনকারী ভাষা শোভা পায় না।

আরজিকর কান্ডে প্রবল সমালোচনার মুখে পড়েছে রাজ্য সরকার। এই ঘটনায় অনেকেই মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন। কিন্তু তার মধ্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর- এর বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ সহকারেই দেখা হচ্ছে বলে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *