আমাদের ভারত, ২৯ আগস্ট: জয় শাহর স্বীকৃতি প্রাপ্তিতে তাঁর বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স বার্তায় অভিনন্দন জানিয়েছেন। ওয়াকিবহাল মহলের ধারণা, সেই বার্তায় পরোক্ষে লুকিয়ে আছে বিদ্রুপ। এর ক’ঘন্টা বাদেই রাজ্য বিজেপি থেকে শ্লেষাত্মক বার্তা দেওয়া হল মুখ্যমন্ত্রীকে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার সন্ধ্যায় এক্স বার্তায় মুখ্যমন্ত্রীকে লিখেছেন, “অভিনন্দন, ব্যর্থ মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী। আপনার ভাইয়েরা রাজনীতিবিদ হননি, তবে নিচের পদগুলো পেয়েছেন:- অজিত ব্যানার্জি- ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি (বাংলায় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা) বাবুন ব্যানার্জি (স্বপন) সভাপতি- বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন গ্রাউন্ড সেক্রেটারি- মোহনবাগান ফুটবল ক্লাব সভাপতি- পশ্চিমবঙ্গ হকি অ্যাসোসিয়েশন সভাপতি- পশ্চিমবঙ্গ রাজ্য টেবিল টেনিস সমিতি সভাপতি- পশ্চিমবঙ্গ অপেশাদার বক্সিং সমিতি সভাপতি- পশ্চিমবঙ্গ কাবাডি অ্যাসোসিয়েশন ক্রীড়া প্রশাসনের এই লোভনীয় পদ অনেক রাজনীতিবিদই চেয়েছেন!
আপনার ভাইয়েরা সত্যিই খুব শক্তিশালী হয়ে উঠেছেন। আমি সত্যিই তাঁদের কৃতিত্বের জন্য আপনাকে অভিনন্দন জানাই! ধন্য!!”
বৃহস্পতিবার বিকেলের দিকে এক্স হ্যান্ডলে অমিত শাহর উদ্দেশে দীর্ঘ পোস্ট করেন মমতা। অমিত শাহর পুত্র জয় শাহ সদ্য আইসিসি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জয় ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদে ছিলেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি আইসিসি চেয়ারম্যান হয়েছেন। তাঁকে ও তাঁর পিতা অমিত শাহকে সেই জন্যই অভিনন্দন জানান মমতা।