Blood donors, Barajora, বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ২৫ বারের অধিক রক্তদাতাদের সম্বর্ধনা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৯ আগস্ট: বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে যারা ২৫ বা তারও বেশি বার রক্তদান করেছেন এবং যে সকল সংস্থা শিবির করে এই ব্লাড ব্যাঙ্কে রক্তের যোগান দিয়ে গেছেন তাদের বিশেষ সম্মান ও সংবর্ধনা জ্ঞাপন করা হয়। আজ বড়জোড়া উন্মেষ হলে এই উপলক্ষে আয়োজিত সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন রামহরিপুর রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজ স্বামী মুক্তিপ্রদানন্দজী, বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাঃ সোমনাথ নন্দী, আসানসোল ব্লাড ব্যাঙ্কের আধিকারিক ডা: সঞ্জীব চট্টোপাধ্যায়, বড়জোড়া ব্লাড ব্যাঙ্কের এমওআইসি ডা: পর্ণা ভৌমিক, জয়েন্ট বিডিও শুভঙ্কর সিংহ সহ বহু বিশিষ্ট ব্যক্তি।

বড়জোড়া ব্লাড ব্যাঙ্কের মেডিক্যাল অফিসার ডা: সুরঞ্জনা সরকার বলেন, যারা ২৫ বার বা তার বেশি রক্তদান করেছেন এমন ৩৫ জন রক্তদাতা ও ১২ জন সংগঠককে সংবর্ধনা দিয়ে সম্মান জানানো হয়েছে। তিনি বলেন, সবচাইতে বেশি ৪২ বার রক্তদান করে নজির গড়েছেন বড়জোড়ার প্রাক্তন বিধায়ক সুজিত চক্রবর্তী। ২৫ বারের বেশি রক্ত দিয়েছেন ডিভিসির কর্মী অসীম মন্ডল।

এদিন সুজিত চক্রবর্তী বলেন, ইন্দিরা গান্ধীর মৃত্যুর সময় উচ্চ মাধ্যমিক ছাত্র ছিলেন তিনি। সেই সময় তার স্মৃতিতে বেলিয়াতোড়ের শিবিরে প্রথম রক্তদান করেছিলেন। তারপর থেকে ধারাবাহিক ভাবে চলছে। তিনি বলেন, রক্ত দেওয়া শরীরের পক্ষে যেমন উপকারি তেমনি একজন মুমূর্ষু ব্যক্তির জীবন বাঁচাতে সাহায্য করে। সম্ভব হলে তিনি রক্তদান করার সেঞ্চুরি করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *