সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ আগস্ট: রেশন দুর্নীতি নিয়ে চর্চা অব্যাহত। তার মধ্যেই রেশনের চাল চুরি করার অভিযোগে ট্রাক চালককে আটকে রেখে ধোলাই দিল স্থানীয়রা। মারধরে চাল চুরির কথা স্বীকার করে নিল চালক। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার আকাইপুর দ্বারবাসিনি এলাকায়। অভিযুক্ত ট্রাক চালকের নাম সুমন দাস। বাড়ি গোপালনগরের কানশোনা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে ট্রাকে করে স্থানীয় ডিলারের রেশনের চাল নিয়ে যাচ্ছিল অভিযুক্ত। দ্বারবাসিনি এলাকার রাস্তার পাশে এক ব্যক্তির বাড়ির উঠানে দু’বস্তা চাল নামিয়ে রাখে চালক। স্থানীয়দের চোখে পড়তেই তারা ট্রাক চালককে বিষয়টি জিজ্ঞেস করে। চাল কিনে আনা কি না জিজ্ঞাসা করলে সে তা অস্বীকার করে। এরপরই স্থানীয়রা ওই ট্রাক চালককে আটক করে, চলে মারধর।
স্থানীয়দের অভিযোগ, এভাবেই রেশনের চাল চুরি করে বিক্রি করেছে ওই চালক। স্থানীয়দের অভিযোগ, এক শ্রেণির লোক আছে এই চাল কম দামে কিনে চড়া দামে বিক্রি করছে। স্থানীয়দের চাপে চাল চুরির কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত। সে বলে বাড়িতে খাবার জন্য নিয়েছিলাম, চুরি করেছি অন্যায় করেছি। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।