জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি:ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন অফ মেদিনীপুর “প্যাম” (PAM) তাদের প্রথম বর্ষ ফটো প্রদর্শনীর শুভ আরম্ভ করল আজ শনিবার শহরের রবীন্দ্র নিলয় হল প্রাঙ্গনে। তিন দিন ধরে চলবে এই প্রদর্শনী।
মোট ১০২ টি ছবি প্রদর্শনীতে রাখা হয়েছে। মেদিনীপুর জেলা তথা অন্য শহরের নামি দামি ফটোগ্রাফাররা অংশগ্রহণ করেন এই প্রদর্শনীতে। অনুষ্ঠানে অতিথির আসন অলংকার করেন মহাদেও লাল বারই, দেবাশীষ কুন্ডু, রসেনারা খান, লক্ষ্মণ চন্দ্র ওঝা ও গৌতম দেব প্রমুখ।