খড়্গপুরে আইসিডিএস সেন্টারকে গ্যারাজ বানানোর অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

জে মাহাতো, মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ নম্বর ব্লকের খেলাড় অঞ্চলের রায়পুর-২, সুসংহত শিশু বিকাশ কেন্দ্রটিতে মারুতি কার, পাওয়ার টিলার, মোটরসাইকেল রেখে গ্যারেজে পরিণত করা হয়েছে। অভিযোগ, খড়গপুর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মদক্ষ নবকুমার দাসের বিরুদ্ধে।

আইসিডিএস সেন্টার শুরুর পর থেকেই তৃণমূল নেতার দাপট চলছে বলে অভিযোগ। গ্যারাজে গাড়ি থাকায় ছাত্র-ছাত্রীদের জন্য যে সমস্ত খাবার আসে সেই বাধ্য হয়ে তা আইসিডিএস কর্মীরা তৃণমূল নেতার বাড়ি থেকেই ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন। করোনার সময় থেকে আইসিডিএস সেন্টার বন্ধ ছিল, এখন চালু হলেও তৃণমূল নেতার গ্যারেজ বন্ধ হয়নি।

খড়গপুর ১ নম্বর ব্লকের বিজেপির দক্ষিণ মন্ডলের সভাপতি সৈকত সৎপতি বলেন, আইসিডিএস সেন্টারে দীর্ঘদিন পঠন পাঠন বন্ধ হয়ে আছে। খড়গপুর ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষের গ্যারেজ ও স্টোর রুম হয়েছে এই সেন্টার। চারচাকা থেকে শুরু করে মোটরসাইকেল সহ চাষের বিভিন্ন ধরনের জিনিসপত্র, পাওয়ার টিলার, সার রাখা রয়েছে এই সেন্টারে। সরকারি জায়গাকে ব্যক্তিগত মালিকানা করে নিয়েছেন।

অপরদিকে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমর চক্রবর্তী বলেন, সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আইসিডিএস সেন্টার সরকারের তত্ত্বাবধানে থাকে। সেখানে কোনো নেতা গ্যারেজ করে রাখবে এটা আমি বিশ্বাস করি না। যদি একথা কেউ বলে থাকেন তিনি অপপ্রচার করছেন। বিজেপি আমাদের বিরুদ্ধে চক্রান্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *