সব কিছুতেই আমি কেস খেয়ে যাই, কপালটা খারাপ: মদন মিত্র

রাজেন রায়, কলকাতা, ৬ ফেব্রুয়ারি: ”অনেক চক্রান্ত হয়েছে আমার বিরুদ্ধে। আমার কপাল খারাপ। কিছু বললেই আমি কেস খাই। তবুও আজ কথা একটা বলছি। জার্সি বদল করা প্রার্থী এক বাপের বেটি হয়ে থাকলে তাহলে এই কেন্দ্র থেকেই লড়তে হবে। পালিয়ে গেলে চলবে না। উনি বিজেপি জার্সি পড়ে লড়বেন আমাদের একজন ল্যাম্পপোস্ট তৃণমূলের জার্সি পড়ে লড়বে। আমি যদি গত বিধানসভা নির্বাচনের চেয়ে বেশি ব্যবধানে না জেতাতে পারি তাহলে জীবনে বালিতে মুখ দেখাতে আসবো না।”
আজ বালিতে তৃণমূলের জনসভা থেকে বিজেপির বৈশালী ডালমিয়াকে এই ভাষাতেই আক্রমণ করলেন মদন মিত্র।

তিনি বলেন, এখানকার জনপ্রিয় নেত্রী যিনি ছিলেন তাঁর পিতার নাম বলতে আমার এখন লজ্জা হয়। তাঁর নাম জগমোহন ডালমিয়া। আমি তাঁকে সম্মান করতাম। গত পাঁচ বছরে বালির তৃণমূল কর্মীরা সম্মান পায়নি। হরে কৃষ্ণ হরে হরে তৃণমূলের যত উচ্ছিষ্ট নোংরাগুলো বিজেপির ঘরে ঘরে।

তিনি আরও বলেন, আমরা ধাপে ধাপে নয় ঘষে ঘষে শুয়ে শুয়ে মার খেয়ে বেড়ে উঠেছি। ২০১৪ থেকে ধাপে ধাপে শুভেন্দু বেইমানি করেছে। দলটাকে রক্তাক্ত করে এখন বলছে, দিদি না মোদীর হাতে দিয়ে দিন।
ইডির একটা ছোট্ট চিঠি পেয়ে সুড়সুড় করে মুকুল, সব্যসাচী, শুভেন্দুরা বিজেপিতে যোগ দিয়েছে। কিন্তু আমি মাথা নিচু করিনি। খেলা হবে ইঞ্চিতে ইঞ্চিতে। প্রত্যেক বুথে বুথে খেলা হবে। দেখে নিন, এবারও তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *