আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৬ ফেব্রুয়ারি: করোনার জেরে সরকারি নির্দেশে হঠাৎ করে ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধের সিদ্ধান্ত কর্তৃপক্ষের। সমস্যায় বাংলাদেশের ছাত্র-ছাত্রীরা।
করোনা ভাইরাস আতঙ্কের জেরে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩১মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই নির্দেশ মেনে হলদিয়ার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষ সমস্ত পড়ুয়াকে হোস্টেল খালি করার নির্দেশ দিয়েছেন। কিন্তু এই নির্দেশিকার ফলে সমস্যায় পড়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন পড়ুয়া। হঠাৎ করে এই নির্দেশিকার ফলে কিভাবে তারা বাড়ি ফিরবেন, সেই নিয়ে তারা সংশয়ে। টাকা পয়সার সমস্যাতো রয়েছে, তাছাড়া কোন পথে তারা বাড়ি ফিরবে সেই নিয়ে সমস্যায় ছাত্র-ছাত্রীরা।
অন্যদিকে এই নির্দেশিকার ফলে আইবিএমের ট্রেনিং প্রোগ্রাম যা আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ চলার কথা ছিল সেটাও আজ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাছাড়া আগামী ১৮ মার্চ ও ২০ মার্চ যথাক্রমে শ্যাম স্টিল ও লিনডে ইন্ডিয়া কোম্পানির ক্যম্পাসিংও বন্ধ রাখা হয়েছে। সব মিলিয়ে এক বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।