আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ মার্চ: করোনা ও লকডাউনের বিষয়ে গ্রামের সাধারণ মানুষদের সচেতন করতে বেরিয়ে এলেন গ্রামেরই শিক্ষিত ব্যক্তিরা। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি ব্লকের লকলাড় ও পার্শ্ববর্তী গ্রামের মানুষদের সচেতন করতে প্রচার শুরু করেছেন লকলাড় গ্রামের কিছু সচেতন ব্যক্তি। করোনা বিষয়ে এবং তার প্রতিরোধে গ্রামের মানুষকে সচেতন করছেন তারা।
গ্রামের মানুষের মধ্যে করোনা নিয়ে যে আতঙ্ক ছড়িয়েছে তা কতটা সত্যি বা কতটা নিছক তা বোঝাতে গ্রামের প্রত্যেকটি বাড়ির দরজায় যাচ্ছেন তারা। এই সচেতনতার পাশাপাশি তারা এদিন প্রত্যেকটি বাড়িতে একটি করে সাবান ও প্রচারপত্র দেন। গ্রামে যাতে কোনও রকম জমায়েত না হয় সেজন্য গ্রামের দোকানগুলি বন্ধ রাখার আবেদন জানিয়েছেন তারা। কোথাও যাতে ভিড় না হয় সেদিকেও গ্রামের মানুষদের নজর দিতে অনুরোধ জানান। গ্রামবাসীদের মধ্যে তারাই এদিন কিছু মাস্ক বিলি করেছেন।