আমাদের ভারত, হাওড়া, ২৪ মার্চ: চার বছর দশ মাসের এক শিশুকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ওই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে সাঁকরাইল থানার পুলিশ। ধৃতের নাম মনিরুল মিদ্যে। ঘটনাটি ঘটেছে রঘূদেববাটি পশ্চিম পাড়াতে।
জানা গিয়েছে ওই এলাকার বাসিন্দা মইনূল শেখের ছোট মেয়ে ওই নাবালিকাকে গত কুড়ি মার্চ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় মনিরুল। সন্ধ্যাবেলা সে ফিরে এসে অসুস্থ হয়ে পড়লে তাকে বাউড়িয়া হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখান থেকে তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে।