আমাদের ভারত, হাওড়া, ২৪ মার্চ: বর্তমান কঠিন পরিস্থিতিতে জিনিসপত্রের কালোবাজারি রুখতে এবং করোনা ভাইরাস সম্পর্কে মানুষকে সচেতন করতে পথে নামলেন হাওড়া জেলা পরিষদের তৃণমূল নেত্রী প্রিয়া পাল।
আজ সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বাজারে ঘুরে কালোবাজারি রুখতে উদ্যোগী তিনি। কোথাও জিনিসপত্রের দাম বেশি নেওয়া হচ্ছে কি না তার খোঁজখবর নেন। এব্যাপারে সাধারণ মানুষ এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। এই সময়ে পাড়ায় পাড়ায় জটলা করে থাকা তরুণদের বোঝালেন লক ডাউন করা কেন দরকার এবং তাদের একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করেন। তিনি সঙ্গে মাস্ক নিয়ে বেরিয়েছিলেন। সেই মাস্ক পরিয়ে দিলেন পথচারীদের।