পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ সেপ্টেম্বর: রেশন দুর্নীতি মামলায় কলকাতা-সহ ৭ জায়গায় তল্লাশি ইডির। কলকাতা, বারাসাত, মেদিনীপুর, কল্যাণী, জয়নগর, পশ্চিম মেদিনীপুর সহ ৭ জায়গায় তল্লাশি। কল্যাণীতে এক ফুড ইনস্পেক্টরের বাড়িতে তল্লাশি চালানো হয়। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত ধনেশ্বরপুরে স্বদেশ কান্তি বেরার বাড়িতে আসে ইডি-র কেন্দ্রীয় প্রতিনিধি দল।
জানা যায়, রেশন দুর্নীতি সংক্রান্ত বিষয়ে এই অভিযান। আজ প্রায় সাড়ে ১১টা নাগাদ তারা এসে পৌঁছায়। এখনো পর্যন্ত তারা ওই বাড়ির ভেতরেই রয়েছেন। কথা বলছেন বাড়ির সদস্যদের সঙ্গে।