আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: লাগাতার বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার নদীগুলির জলস্তর বাড়তে শুরু করেছে। বহু এলাকায় জলস্তর বেড়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ঘাটালের শিলাবতী নদীর বাঁকাতে জলস্তর বিপদ সীমার উপর দিয়ে বইছে। রূপনারায়ণ নদের রানিচক ও বন্দর এলাকাতে জলস্তর বিপদসীমার নিচে আছে বলে মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছে। শিলাবতী নদীতে জলস্তর ক্রমশ বাড়ছে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মহকুমাশাসক জানান। তিনি জানিয়েছেন, প্রশাসন সতর্ক রয়েছে। পরিস্থিতির পরিবর্তন হলে ত্রাণ শিবির খোলা হবে, ঘাটাল মহকুমাতে কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেই সঙ্গে ত্রাণ শিবিরে ত্রাণ সামগ্রী মজুদ করা হয়েছে।
পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ধান ও পাট চাষীরা ভয়াবহ ক্ষতির আশঙ্কা করছেন। বৃষ্টির জেরে জল বাড়তে শুরু করেছে খাল ও নদীগুলিতে। সে কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে চন্দ্রকোনার বিভিন্ন এলাকায়। জলের তলায় প্রায় ৪০০ বিঘা জমির ধান ও পাট চাষের ক্ষেত। বড় ক্ষতিরা আশঙ্কা করছেন চাষীরা। জলে ডুবেছে রাস্তা, প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছেন সাধারণ মানুষ। বেলা বাড়ার সাথে সাথে জল বাড়তে পারে বলে আশঙ্কা চাষী ও এলাকার সাধারণ মানুষজনের।