আমাদের ভারত, ১৬ সেপ্টেম্বর: মানব জীবনের প্রথম এক হাজার দিন প্রাক শৈশব বিকাশের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মঙ্গলবার বিষয়টি নিয়ে রাজধানীর ইন্ডিয়া হ্যবিটাট সেন্টারে জাতীয় স্তরের আলোচনাচক্র হবে। দুটি জেলার অভিজ্ঞতা ভাগ করে নেওয়া হবে নীতিনির্ধারক এবং বিশেষ মানুষদের সামনে।
আলোচনাচক্রের মূল উদ্যোক্তা ‘বিক্রমশিলা এডুকেশন রিসোর্স সোসাইটি’-র অন্যতম আধিকারিক সত্যগোপাল দে এই প্রতিবেদককে জানান, “প্রাক শৈশব বিকাশের সময় থেকেই শিশুদের মস্তিষ্কের বিকাশ, বুদ্ধির বিকাশের প্রথম পর্যায় শুরু হয়। অথচ বিষয়টি যথাযথ অভিজ্ঞতার অভাবে অবহেলিত হয়। আমরা নীতি আয়োগের পরিকল্পনা অনুযায়ী ‘ভান লিয়ার ফাউন্ডেশন’-এর সহযোগিতায় বিষয়টি নিয়ে কাজ করছি। দুটি ‘আসপিরেশনাল ডিস্ট্রিক্ট’ ওড়িশার কোরাপুট এবং উত্তর প্রদেশের ফতেপুর জেলায় এই প্রকল্প গত দু’বছর ধরে রূপায়িত হচ্ছে। উভয় জেলায় বিভিন্ন স্তরে জেলা প্রশাসন, স্বানীয় পঞ্চায়েত, সাধারণ মানুষ, পিতা মাতা এতে অংশ নিয়ে প্রশিক্ষিত হয়েছেন। সেই অভিজ্ঞতাই মাত্রা পাবে মূল আলোচনাচক্রে।”