পার্থ খাঁড়া, মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বেশ কয়েকদিনের টানা বৃষ্টিপাতের জেরে বন্যা পরিস্থিতি পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকায়। চন্দ্রকোনা এক নম্বর ব্লকের দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভান্ডারিয়া এলাকায় গ্রামের রাস্তাঘাট জলমগ্ন হয়ে রয়েছে। ডুবেগেছে পানীয় জলের ট্যাপকল ও চাপকল। হাঁটু সমান জল পেরিয়ে যাতায়াত করছে গ্রামের মানুষজন।
ওই এলাকায় জল ঢুকেছে বেশ কয়েকটি বাড়িতে। ভেঙ্গে পড়েছে দুখিরাম মন্ডল নামে এক ব্যক্তির বাড়ি। মাথা গোজার শেষ সম্বল টুকু হারিয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। কপালে দুশ্চিন্তার ভাঁজ তাঁর পরিবারের সদস্যদের। ওই বাড়িতে থাকতেন দুখিরাম মন্ডল ও তার স্ত্রী, ছেলে ও বৌমা। মাথা গোঁজার র শেষ সম্বল টুকু হারিয়ে প্রশাসনের কাছে আবেদন আর্থিক সাহায্যের। এই গ্রামের পঞ্চায়েত সদস্য দুলাল লোহার জানান যে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আর্থিক সাহায্য দেওয়া হবে।