আশিস মণ্ডল, সিউড়ি, ১৫ মার্চ: রামপুরহাটের পর এবার দুবরাজপুর। এক দম্পত্তির নামই বাদ দেওয়া হয়েছে ভোটার তালিকা থেকে। তালিকা দেখে চমকে উঠেছেন ওই দম্পত্তি। ফের ভোটার তালিকায় নাম তোলার জন্য সংশ্লিষ্ট দফতরে আবেদন করবেন বলে জানিয়েছেন তারা।
বীরভূমের রামপুরহাটে মৃত স্ত্রীর জায়গায় স্বামীকে মৃত করা হয়েছে। ফলে সমস্ত সরকারি সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় ভিক্ষাকে জীবিকা হিসাবে বেছে নিয়েছেন ওই ব্যক্তি। এবার দুবরাজপুর পুরসভার ১নম্বর ওয়ার্ডের ঘটনা। এলাকার স্থায়ী বাসিন্দা অচিন্ত্য কবিরাজ ও পার্বতী কবিরাজ। তৃণমূলের কাছ থেকে তাদের নামের তালিকা দেখে চক্ষু চড়কগাছ। তাদের নামের পাশে ‘ডিলিটেড’ লেখা।মাথায় হাত পড়েছে কবিরাজ দম্পতির।
অচিন্ত্য কবিরাজ ও পার্বতী কবিরাজরা বলেন, “আমরা ১ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা। নিজস্ব বাড়িতে বসবাস করছি। তা সত্ত্বেও আমাদের নাম বাদ তালিকা থেকে। বেঁচে আছি অথচ নাম দুটি ডিলিট করে নাগরিকত্ব বাতিলের দিকে ঠেলে দেওয়া হয়েছে। শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য, সহকারি সভাপতি অরিন্দম চট্টোপাধ্যায়, আমাদের কাউন্সিলর বনমালী ঘোষ ও ওয়ার্ড সভাপতি ভোটার তালিকা হাতে আমার বাড়িতে এসেছিলেন। তাঁরাই দেখান আমাদের নামের পাশে ইংরেজিতে লেখা আছে ডিলিটেড। এইসব ভৌতিক কাণ্ডকারখানা দেখে আমি হতবাক। জানতে না পারলে ভোট দিতে গিয়ে ফিরে আসতে হতো।”
ওয়ার্ড কাউন্সিলর বনমালী ঘোষ বলেন, “এমন ভূতুড়ে কান্ড দেখে আমিও হতবাক।” শহর তৃণমূল সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য বলেন, “তালিকায় ভূতুড়ে নাম রয়েছে। আবার জীবিতদের নাম বাদ দেওয়া হয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে এইভাবেই। কবিরাজ দম্পতির নাম যাতে পুনরায় তালিকায় স্থান পায় তার ব্যবস্থা আমরা করব।”
অন্যদিকে বিজেপির দুবরাজপুর শহরের সভাপতি দেবজ্যোতি সিংহ বলেন, “ভূতের রাজত্বে ভূতুড়ে কান্ডই চলছে। ভূতুড়ে ভোটারের নাম ঢুকছে। আসলকে বাদ দেওয়া হচ্ছে। ভূতের রাজত্বে সবই সম্ভব।”