সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৫ এপ্রিল: বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকারের নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের উৎসাহ ও ভিড় দেখে বিজেপি কর্মীদের মনোবল তুঙ্গে। আসন্ন নির্বাচনে গতবারের তুলনায় এবার দ্বিগুণ মার্জিন হবে বলে তাদের দৃঢ় বিশ্বাস।
আজ ছাতনা ব্লকের বুথ স্তরের কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক হয়। সেখানে উপস্থিত কর্মকর্তারা অঙ্গীকার করেন এবার শুধুমাত্র ছাতনা ব্লকেই চল্লিশ হাজার ভোটে লিড দেবেন। এদিন ছাতনা ব্লকের বিজেপি নেতা ও দলের ওবিসি মোর্চার সভাপতি জীবন মন্ডল বলেন, গতবারের তুলনায় এবার ছাতনা ব্লকে সংগঠন যথেষ্ট শক্তিশালী। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, এবার চল্লিশ হাজার ভোটের মার্জিন থাকবে এই ব্লকে। তাঁর এই বক্তব্যে উপস্থিত কর্মকর্তারা হাত তুলে সমর্থন জানান। এপ্রসঙ্গে সুভাষবাবু বলেন, প্রচারে জনসমাগম দেখে সকলের উৎসাহ তুঙ্গে। ছাতনা ব্লকের কর্মীরা চল্লিশ হাজার মার্জিন দেবেন বলে অঙ্গীকার করেছেন।
উল্লেখ্য, বিগত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার তৃণমূল প্রার্থী সুব্রত মুখার্জিকে এক লক্ষ পঁচাত্তর হাজার ভোটে পরাজিত করেন।