আমাদের ভারত, ব্যারাকপুর, ২৫ এপ্রিল: ভাটপাড়ায় আক্রান্ত তৃণমূল কাউন্সিলরের বাড়িতে গেলেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং। আর অর্জুন সিং এর হাত ধরেই বৃহস্পতিবার তৃণমূল দল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়
এই ঘটনায় লোকসভা নির্বাচনের আগে ভাটপাড়ায় আবার প্রকাশ্যে এলো তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব। যার জেরে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে চোর, লম্পট বলে ক্ষোভ প্রকাশ করে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছিলেন তৃণমূল কাউন্সিলর। অবশেষে বৃহস্পতিবার অর্জুন সিং এর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন তৃণমূল কাউন্সিলর সত্যেন রায়।
মঙ্গলবার ভাটপাড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় এবং তাঁর ছেলে শানু রায়কে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে মারধর করার অভিযোগ ওঠে আর এক তৃণমূল কংগ্রেস কর্মী দেবরাজ ঘোষের বিরুদ্ধে। বুধবার আক্রান্ত তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় ও তাঁর পরিবারের পাশে দাঁড়াতে সত্যেন রায়ের বাড়িতে উপস্থিত হন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং, সাথে উপস্থিত ছিলেন প্রাক্তন তৃণমূল নেতা (বর্তমানে বিজেপি) প্রিয়াঙ্গু পান্ডে, সঞ্জয় সিং সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয় ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন, সত্যেন রায় দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস কর্মী। আক্রান্ত হয়েছে শুনেই তাঁর পরিবারের সঙ্গে এবং তাঁর সাথে আমি দেখা করতে এসেছি।
আজ ভাটপাড়ায় অর্জুন সিংয়ের মজদুর ভবনে বিজেপিতে যোগদান করলেন সত্যেন রায়। বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জির উপস্থিতিতে তাঁর হাতে বিজেপির পতাকা তুলে দেন অর্জুন সিং।
বিজেপিতে যোগদান করে, ভাটপাড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সত্যেন রায় বলেন, যে দল আমাকে কোনও সম্মান দেয়নি, সেই দলের সঙ্গে আমি কোনও মতেই থাকতে পারবো না। তাই আমি ভারতীয় জনতা পার্টি যোগদান করছি। চোরদের দলে আমি থাকবো না। আমাকে উপযুক্ত সন্মান দেওয়া হয়নি। তৃণমুলের চোর দালালরা আমাকে মারছে। আমরা এবার পার্থকে হারাবো।”