পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ মার্চ: আগামী ২৫ মে মেদিনীপুরে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা পথে নেমেছে নিজেদের প্রার্থীদেরকে জয়ী করার জন্য। ইতিমধ্যেই রাজ্যের শাসক দল তৃণমূল এবং বামফ্রন্টের পক্ষ থেকে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। যদিও এখনো পর্যন্ত কেন্দ্রর শাসক দল তথা বিজেপির পক্ষ থেকে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা
হয়নি। নাম ঘোষণার পরপরই বিধানসভা ভিত্তিক প্রচারে নেমে পড়েছে তৃণমূল এবং বামফ্রন্টের প্রার্থীরা।
এদিন মেদিনীপুর শহরের ৫ ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর তথা শহর মহিলা সভানেত্রী মৌ রায়ের নেতৃত্বে দলীয় প্রার্থী জুন মালিয়ার সমর্থনে মিত্র কম্পাউন্ডের কালি মন্দিরে পুজো দিয়ে বাড়ি বাড়ি প্রচার পর্ব শুরু হয়। উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি কুশধ্বজ প্রধান, যুব নেতা সুরজিৎ সাহা, ছাত্র নেত্রী সুকৃতি হাজরা সহ অন্যান্য নেতারা।