পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ভেমুয়া অঞ্চলের শ্যামসুন্দরপুর এলাকায় নির্বাচনী প্রচারে এলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। এদিন এই প্রচার সভায় উপস্থিত ছিলেন, মন্ত্রী মানস রঞ্জন ভুঁইঞা, প্রাক্তন বিধায়ক গীতা রানী ভুঁইঞা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আবু কালাম বক্স, সবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তরুণ মিশ্র, ব্লক যুবনেতা নিশিকান্ত কর, বিকাশ ভুঁইঞা, স্বপন মাইতি সহ অন্যান্যরা।
নিজের লোকসভা কেন্দ্র ঘাটালে আবারও তৃণমূলের হয়ে দাঁড়িয়েছেন তিনি। আর প্রচারে এসেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের সওয়াল করলেন তিনি। দেব বলেন, “আর একবার জন্ম নিতে হয় নেব। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করব।”.
আজ মঙ্গলবার ঘাটাল লোকসভা কেন্দ্রের সবং বিধানসভার শ্যামসুন্দরপুর স্কুল মাঠে নিজের নির্বাচনী ক্ষেত্রে প্রচারে এসেছিলেন এই তারকা প্রার্থী। সভায় বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, “পার্লামেন্টে যে বক্তব্যটা রেখেছিলাম ওটাই হয়ত শেষ বক্তব্য ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দোপাধ্যায় কথা দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান করবেন তাই আবার ভোটে লড়াই করছি। যদি আমাকে আরও একবার জন্ম নিতে হয় নেব। কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান করেই ছাড়ব।”
প্রসঙ্গত, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজনীতির শেষ নেই। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মেদিনীপুর জেলা সফরে গিয়ে বলেছেন, “ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দেব আমায় বারবার বলে। ইতিমধ্যে আড়াইশো কোটি টাকার বেশি কাজ হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব। দিল্লির ভিক্ষা চাই না।”
উল্লেখ্য, প্রতিবছর বন্যা হলেই শিলাবতী, ঝুমি ও কংসাবতীর জলে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা ভেসে যায়। চরম দুর্ভোগ পোহাতে হয় সেখানকার বাসিন্দাদের। ৩৯ বছর আগে প্রস্তাবিত সেই ঘাটাল মাস্টার প্ল্যান এখনও বাস্তবায়িত না হওয়ায় বারে বারে ওঠে প্রশ্ন। পাশাপাশি আজ পিংলা ব্লকের ডাকবাংলো মোড় থেকে কালিতলা পর্যন্ত কয়েক হাজার মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা হয়। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অজিত মাইতি, ব্লক সভাপতি সেখ সবেরাতী সহ অন্যান্য নেতারা।