আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ১ জুলাই: আড়ম্বরপূর্ণ ভাবে নয়, “সাত সকাল”- এর সদস্যদের উদ্যোগে ‘ডক্টরর্স ডে’ পালন করা হল স্টেশনের প্ল্যাটফর্মে। রীতিমতো কেক কেটে দিনটিকে পালন করা হয়। রেল কর্মী থেকে শুরু করে সাত সকাল- এর সকল সদস্যদের করানো হল মিষ্টি মুখ। এমনই অনাড়ম্বর অনুষ্ঠান দেখলেন ট্রেন ধরতে আসা যাত্রীরাও।
বীরভূমের রামপুরহাট স্টেশনে প্রাতঃভ্রমণ করেন বিভিন্ন পেশার ডজন দু’য়েকেরও বেশি মানুষ। স্টেশনের প্ল্যাটফর্মে সাত সকালে প্রাতঃভ্রমণের জন্য টিমের নামকরণ করা হয়েছে ‘সাত সকাল’। ওই টিমে অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন একজন চিকিৎসক। অন্যান্য দিনের মতো এদিনও হাঁটতে আসা সদস্যদের মধ্যে থেকে চিকিৎসক কিশোর মণ্ডলকে সম্বর্ধনা দেওয়া হল প্ল্যাটফর্মের মধ্যেই। মূল উদ্যোক্তা “সাত সকাল” টিমের অন্যতম সদস্য রামপুরহাট হাইস্কুলের প্রাক্তন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক নিখিল কুমার সিনহা। সাত সকালের সদস্য প্রাক্তন ব্যাঙ্ক কর্মী জয়ন্ত হালদার বলেন, “পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু বার্ষিকীকে স্মরণ করে দিনটি জাতীয় ডক্টরর্স ডে হিসাবে পালিত হয়। আমরা সাত সকালের সদস্যদের মধ্যে একজন চিকিৎসককে পেয়েছি। তাই তাঁকে সম্মাননা এবং কৃতজ্ঞতা প্রকাশ করলাম।”
নিখিলবাবু বলেন, “এই দিনটি ডাক্তারদের নিবেদিত সেবা এবং সমাজের প্রতি তাদের অবদানের জন্য স্বীকৃতি জানানোর একটি বিশেষ উপলক্ষ্য।চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানানোর সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। তাই আমাদের প্রাতঃভ্রমণের সদস্য চিকিৎসক কিশোর মণ্ডলকে সম্বর্ধনা জানালাম। যেহেতু স্টেশনের প্ল্যাটফর্মেই আমাদের প্রাতঃভ্রমণের সকলেই মিলিত হয়ে থাকি তাই সেখানেই অনাড়ম্বর অনুষ্ঠান করা হলো।”
অনুষ্ঠান শেষে ট্রেনের চালক, সহকারি, স্টেশনের ভবঘুরে এবং সাত সকালের সদস্যদের মিষ্টিমুখ করানো হয়।