পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর: আগামী ৩০ সেপ্টেম্বর মুসলিম সম্প্রদায়ের হজ আবেদনের শেষ তারিখ। এই মতো অবস্থায় বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড বিডিও অফিসের সভাকক্ষে জেলার সংখ্যালঘু দপ্তরের ব্যক্তিদের নিয়ে হজ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা শিবিরের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ব্লক সংখ্যালঘু দপ্তরের আধিকারিক সঞ্জয় কুন্ডু সহ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইমাম ও হাজি সাহেব সহ অন্যান্য ব্যক্তিবর্গ। মূলত হজ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি বাল্যবিবাহ রোধ ও শিশু সুরক্ষা বিষয় নিয়ে আলোচনা করা হয় এই শিবিরে।
এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা সংখ্যালঘু আধিকারিক ড: আলী মহম্মদ অলিউল্লাহ তাঁর আলোচনায় বলেন, আগামী ৩০ সেপ্টেম্বর হজ আবেদনের শেষ তারিখ। যাঁরা হজে যাবেন তাঁদের করণীয় বিষয়ে আলোকপাত করে তিনি জানান, পাসপোর্ট, হজের আবেদন প্রভৃতি বিষয়ে কোনো সমস্যা হলে অবশ্যই জেলা দপ্তরে আসুন প্রয়োজনীয় সহযোগিতা পাবেন। এছাড়া গড়বেতা- ৩ ব্লকের সংখ্যালঘু
এলাকাগুলির সমস্যাবলী চিহ্নিত করে তা বিডিও সাহেবের মাধ্যমে প্রেরণ করলে সেগুলির বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি জানান। এছাড়াও তিনি বাল্য বিবাহ রোধে ইমাম সাহেবদের এগিয়ে আসার আহ্বান জানান।
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের আইনি সহায়ক কাজী মহম্মদ মুর্তজা এলাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার উন্নয়নের ক্ষেত্রে সংখ্যালঘু দপ্তরকে আরও এগিয়ে আসার আহ্বান জানান। উপস্থিত ব্যক্তিগণের পক্ষ থেকে ইমাম সাহেবদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়।