পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২৬ সেপ্টেম্বর: ঝাড়গ্রাম জেলাজুড়ে মহিলাদের নিরাপত্তা আরও বৃদ্ধি করার জন্য ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে শুরু হলো মহিলা পুলিশ কর্মী দ্বারা পরিচালিত “পিঙ্ক পেট্রোল”। বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনে “পিঙ্ক পেট্রোল” এর উদ্বোধন করেন ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা।
জানা গিয়েছে, মহিলাদের নিরাপত্তার জন্য মেডিকেল কলেজ, হাসপাতাল, নার্সিং হোম এবং অন্যান্য স্বাস্থ্য কেন্দ্র, স্কুল, কলেজ, শপিং মল, বাজার, বাসস্ট্যান্ড ইত্যাদি সহ জেলার অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে টহল দেবে।