Dilip Ghosh, BJP, এ রাজ্যে দুষ্কৃতী শাসন চলছে, তালডাংরা উপনির্বাচনে রবিবাসরীয় প্রচারে বললেন দিলীপ ঘোষ

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১০ নভেম্বর: এরাজ্যে দুষ্কৃতী শাসন চলছে, বলে শাসক দলের কড়া সমালোচনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।তালডাংরা উপনির্বাচনে দলীয় প্রার্থী অনন্যা রায় চক্রবর্তীর সমর্থনে তালডাংরার বিভিন্ন এলাকায় জনসংযোগ সারলেন দিলীপ ঘোষ। রাজ্যে সীমাহীন দুর্নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, এখানে সরকার রাজ্য শাসন করে না, এ রাজ্যে দুষ্কৃতী শাসন চলছে।সমাজবিরোধীরা সরকারকে ভয় পায় না।

আজ কলকাতায় অস্ত্র সহ দুষ্কৃতী গ্রেফতার প্রসঙ্গে তিনি সরকারের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, এখানে অনেক মানুষের সঙ্গে কথা হলো, তারা অভিযোগ করেন এখানে স্কুল আছে মাষ্টার নেই। হাসপাতাল আছে ডাক্তার নেই। এভাবে তো চলতে পারে না। তাই উপনির্বাচনে এই সরকারকে সতর্ক করতে হবে। শুধুমাত্র পাঁচশো টাকা দিলেই নারীদের উন্নতি হয় না।উন্নয়ন কি ভাবে হয় তা মোদীজিকে দেখে শিখুন। এদিন দিলীপবাবু ছিলেন খোসমেজাজে।

এদিন সকালে এসে স্থানীয় এক পুকুরে ছিপ নিয়ে নেমে পড়েন মাছ ধরতে। খোঁজ খবর নেন সবজি বাজারে গিয়ে। বিজেপির জেলা সভাপতি সুনীল রুদ্র মন্ডল, সুজিত অগস্থি সহ একাধিক নেতা আগাগোড়া দিলীপবাবুর সফর সঙ্গী ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *