দিদিমণির মামলা ছাড়া আর কিছুই দেওয়ার নেই সব শেষ হয়ে গেছে: দিলীপ ঘোষ

আমাদের ভারত, মালদা, ২৭ জানুয়ারি: মমতা ব্যানার্জি হিংসার রাজনীতি করছেন। মামলা ছাড়া তার আর কিছু দেওয়ার নেই। কিন্তু মানুষ এর জবাব দেবে। এই কথা বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোমবার মালদা থানার সাহাপুরে অভিনন্দন যাত্রায় অংশ নেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণ শানান। অভিনন্দন যাত্রা মালদার ইংরেজবাজার শহর পরিক্রমা করে মালদার সুকান্ত মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে গাড়ির ওপর সভা করেন দিলীপ ঘোষ।

এই সভাতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দু টাকা কেজি দরে চাল নেওয়ার জন্য আমরা এদেশে আসিনি। মা-বোনদের ইজ্জত বাঁচাতে এসেছি। আইন পাস হওয়ার পর থেকেই তিনদিন ধরে লুঙ্গি বাহিনি তাণ্ডব চালিয়েছে। এর পেছনে প্রত্যক্ষ মদত দিয়েছিল দিদিমণি। এদেশের মুখ্যমন্ত্রীর উগ্রপন্থী ও দেশদ্রোহীদের রাস্তায় নামিয়ে ক্ষান্ত হননি। ট্রেন বাস জ্বালিয়ে রেললাইন উপড়ে ফেলে শান্ত হননি। তিনি মানুষকে ভয় দেখানোর জন্য রাস্তায় নেমে চিৎকার করেছিলেন। মানুষ ভয় পেয়েছিল পশ্চিমবঙ্গ কি এবার পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে? আবার কি ছেলে বউ ছেড়ে পালাতে হবে? চৌদ্দপুরুষের ভিটেমাটি ছেড়ে চলে যেতে হবে? রিফিউজি হয়ে পালাতে হবে? সেই ভয়ের মধ্যে আমরা রাস্তায় নামা শুরু করি। হাজার হাজার মানুষ আমাদের সঙ্গে রাস্তায় নামতে শুরু করেছে। এদিন মালদা অভিনন্দন যাত্রায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে।

তিনি বলেন মমতা হিংসার রাজনীতি করছেন। মমতা ব্যানার্জি যে হিংসার রাজনীতি করছে মানুষ তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। মালদার মিছিল তার প্রমাণ। এই অভিনন্দন যাত্রার জন্য আমাদের কোনও অনুমতি দেওয়া হচ্ছে না। আর যার ফলে আমাদের জাতীয় সড়কের ওপর সভা করতে হচ্ছে। বিদ্যালয়গুলিতে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হচ্ছে। যারা বাস-ট্রেন জ্বালালো এরা কি ভারতের লোক। ভারতবর্ষের কোনও লোক দেশের সম্পত্তি নষ্ট করতে পারে না। এরা বাংলাদেশের অনুপ্রবেশকারী, যারা মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে। আজ তাদের নিয়ে মমতা ব্যানার্জি রাস্তায় নেমেছে। বাংলাদেশী হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে মমতা ব্যানার্জি কোনও দিন রাস্তায় নামেননি। এক কোটি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে আছে। ৭০ লক্ষ ভোটার অবৈধভাবে ভারতবর্ষে ঢুকেছে। সেই ৭০ লক্ষ ভোটে মমতা ব্যানার্জির ২২টি এমপি হয়েছে। ৯৪ জন বিজেপি কর্মীকে হত্যা করা হয়েছে। ২৯ হাজার মামলা করেছে। আমার নামে ৩০-৪০ টা মামলা রয়েছে। কোথায় কোথায় রয়েছে তা আমি নিজেও জানি না। দিদিমণির মামলা ছাড়া আর কিছুই দেওয়ার নেই সব শেষ হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *