প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান মঞ্চে চটুল নাচ, বিতর্কে তৃণমূল কংগ্রেস

আমাদের ভারত, কোচবিহার, ২৭ জানুয়ারি:
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানকে সামনে রেখে মঞ্চে চলল চটুল নাচ, ভিডিও সামনে আসতেই জেলাজুড়ে নিন্দা শুরু হয়েছে। তুফানগঞ্জের দেওচড়াই অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার দেওচড়াই চুলকানি বাজার এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, মঞ্চ বাঁধা হয়েছিল বেশ বড় করেই। সারাদিন কিছু কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও সন্ধ্যার পরে মঞ্চের পরিস্থিতি বদলে যায়, শুরু হয়ে যায় চটুল নাচ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সামনেই চটুল নাচে নর্তকীর সঙ্গে কোমর দোলালো স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। ভিডিওটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

যদিও এই নিয়ে দেওচড়াই তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ফারুক মন্ডলকে বেশ কয়েকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

ঘটনার সমালোচনা করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব, স্থানীয় বিজেপি নেতা তথা জেলা বিজেপির সাধারণ সম্পাদক জহর সিংহ রায় বলেন “এটা তৃণমূলের কালচার। প্রজাতন্ত্র দিবসের মত একটি মহৎ অনুষ্ঠানকে সামনে রেখে যেভাবে তৃণমূল কংগ্রেস কুরুচিকর অনুষ্ঠান আয়োজন করলো তা অত্যন্ত নিন্দার, ঘটনার প্রতিবাদ করছি আমরা,”।

তবে এই বিষয়টি নিয়ে তৃণমূলের অভ্যন্তরের বিতর্ক দেখা দিয়েছে অনেক নেতাই প্রকাশ্যে না বললেও প্রজাতন্ত্র দিবসের এই অনুষ্ঠানের সমালোচনা করেছেন। দেওচড়াই অঞ্চলটি নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অবস্থিত সেখানে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, তার অনুগামীরাই এই অনুষ্ঠানের আয়োজক বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। যদিও বিষয়টির সমালোচনা করেছেন তৃণমূল জেলা নেতৃত্ব।

জেলা তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল জলিল আহমেদ বলেন “এই ধরনের উৎশৃঙ্খলা দল সমর্থন করে না। এই অনুষ্ঠান কারা করল তা খোঁজ নেওয়া হবে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে দলের পক্ষ থেকে,’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *