দলে মমতা-অভিষেকের মধ্যে ফের বাড়ল দূরত্ব!

তারক ভট্টাচার্য
আমাদের ভারত, ২৭ জানুয়ারি: তৃণমূলের মধ্যেই দলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বেশ চাপে? ফের কি দলের অভ্যন্তরে দূরত্ব তৈরি হয়েছে পিসি-ভাইপোর? জানুয়ারির শেষ সপ্তাহের প্রথমদিন এই প্রশ্নটা তুলে দিল নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। এদিন এখানে তৃণমূলের ছাত্র-যুব কর্মশালায় বক্তব্য রাখেন দলের সূপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের মধ্যে ‘যুবরাজ’ বলে পরিচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন মঞ্চে থাকাকালীন সামনের সারিতে আসতে দেননি তৃণমূল সুপ্রিমো। এই অদ্ভূত পরিস্থিতি সামাল দিতে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘আমরা ছাত্র-যুবদের সামনের সারিতে এগিয়ে দিয়েছি। ১৮ থেকে ২৫ বছর বয়সিদের জন্য সামনের জায়গা ছেড়ে দিয়েছি। আমরা আছি পিছনে।’ ছাত্র-যুবদের মঞ্চের সামনের আসন ছেড়ে দিলেও সেখানে ছিলেন না দলের যুব সভাপতি অভিষেক। তিনিও বাকিদের সঙ্গেই ছিলেন মঞ্চের পিছনের দিকে।

এর পর বক্তৃতার মধ্যেই অভিষেককে কার্যত আরও চাপে ফেলে মমতা বন্দ্যোপাধ্যায় দলের যুব সভাপতির ভবিষ্যৎ কর্মসূচির সংখ্যা বেশ কমিয়ে দেন। তিনি বলেন, ‘দু’দিন আগেই অভিষেকের চোখ অপারেশন হয়েছে। এই নিয়ে ছ’বার অপারেশন হল। ওর মাথায়ও একটু প্রবলেম। তাই, আগামী কিছুদিন বাড়িতে বসেই কাজ করবে।’ এর পর বক্তব্যের শেষদিকে মমতা, সভায় উপস্থিত ছাত্র-যুব শ্রোতাদের উদ্দেশ্যে বলেন, ‘আমি চলে গেলেই কিন্তু, আপনারা চলে যাবেন না। সভা চালিয়ে যাবেন।’ কিন্তু, দলনেত্রী এসব বলে মঞ্চ ছাড়তেই দেখা যায়, দর্শকাসন প্রায় ফাঁকা হয়ে গিয়েছে। ক্ষুব্ধ অভিষেকও বক্তৃতা না-দিয়েই সভাস্থল ছেড়ে বেরিয়ে যান। সূত্রের খবর, অভিষেক সভাস্থল ছাড়লে স্টেডিয়াম আরও ফাঁকা হয়ে যায়।

অতীতে দেখা গিয়েছে, কলকাতার বুকে বড় বড় হোর্ডিং। সেই সব হোর্ডিংয়ে অভিষেকের পক্ষে নানা লেখাও দেখা গিয়েছিল। ওই সব হোর্ডিংয়ে অভিষেককেই দলের প্রধান নেতা হিসেবে তুলে ধরা হয়েছিল। তৃণমূল সূত্রে খবর, হোর্ডিংগুলো ছিল পিসি ও ভাইপোর দ্বন্দ্বের ফল। এর পর নানাসময়, অভিষেকের সঙ্গে তৃণমূল সুপ্রিমোর দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। যার আঁচ পড়েছে তৃণমূলের গোষ্ঠী রাজনীতিতে। এদিন অবশ্য অভিষেককে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সেই গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ ছিল না-বলেই দাবি তৃণমূলের। দলীয় সূত্রে খবর, চলতি মাসের গোড়ায় হায়দরাবাদে অভিষেক চোখ দেখাতে গিয়েছিলেন। সেখানে তাঁর চোখে অস্ত্রোপচার হয়েছে। হায়দরাবাদ থেকে ফেরার পর অভিষেককে কোনও সভা বা সমাবেশে দেখা যাচ্ছিল না। তৃণমূল সূত্রে খবর, সেই সূত্র ধরেই মমতা এদিন অভিষেককে হোয়াইটঅ্যাপ গ্রুপ তৈরি করে দলীয় কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *