পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ এপ্রিল: গত ২৪ মার্চ ঝাড়খণ্ডের সিংভূম জেলার ছোটনাগরা এলাকায় মাওবাদী দমন অভিযানে গিয়ে, মাওবাদীদের পুঁতে রাখা ল্যান্ড মাইন বিস্ফোরণে শহিদ সিআরপিএফ-এর ১৯৩ নং ব্যাটালিয়নের সাব ইন্সপেক্টর সুনীল কুমার মণ্ডলের বাড়িতে গিয়ে বৃহস্পতিবার সমবেদনা জানালেন সিআরপিএফ- এর ডিজি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং সহ সিআরপিএফ- এর অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।
এদিন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-২ ব্লকের গোয়ালতোড় থানার গাছউপড়া গ্রামে শহিদ সুনীল মণ্ডলের বাড়িতে উপস্থিত হয়ে তাঁর ছবিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সকলে। পরে তাঁর পরিবারের সদস্যের সঙ্গে দেখা করে সমবেদনা জানান সিআরপিএফ- এর আধিকারিকরা।
প্রয়াত সুনীল মণ্ডলের দাদা অমল মন্ডল জানান, সিআরপিএফ- এর ডিজি সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা আজ পরিবারের সঙ্গে দেখা করেছেন। যেহেতু কর্মরত অবস্থায় সুনীল মন্ডল মারা গেছেন, তাই তাঁর পরিবারের একজনকে চাকরির প্রতিশ্রুতিও দিয়েছেন। পাশাপাশি সবরকম ভাবে পরিবারকে সাহায্য করবেন তাঁরা এবং শহিদ সুনীল মণ্ডলের স্মৃতিতে গ্রামে একটি মূর্তি প্রতিষ্ঠা করবেন বলে জানিয়েছেন সিআরপিএফ- এর আধিকারিকরা।