Chhat puja, Jalpaiguri, চৈত্রী ছট পুজোয় সামিল জলপাইগুড়ির ছট ভক্তরা

আমাদের ভারত, জলপাইগুড়ি, ৩ এপ্রিল: চৈত্রী ছট পুজোয় সামিল হলেন জলপাইগুড়ির ছট ভক্তরা। বৃহস্পতিবার শহরের বিভিন্ন ঘাটের পাশাপাশি কিং সাহেব ঘাটের চৈত্রী ছটকে কেন্দ্র করে বসে মেলা। ছট ভক্তরা নদীর পাড়ে পুজোর আয়োজন করেছিল। দণ্ডি কেটে ভক্তরা ছট ঘাটে হাজির হন।

প্রতিবছর চৈত্র মাসে চৈত্রী ছট পূজা বা ছট উৎসব পালিত হয়। যা মূলত সূর্য এবং ষষ্ঠী দেবীর উদ্দেশ্যে করা হয়ে থাকে। ছট ভক্তরা পরিবারের সুখ-সমৃদ্ধি এবং মনোবাঞ্ছিত কামনা পূরণ করতে এই পুজোর আয়োজন করে থাকেন৷ কথিত আছে, ভগবান রাম অযোধ্যায় ফিরে আসার পর সূর্যদেবের সম্মানে উপবাস পালন করেছিলেন, যা পরবর্তীতে ছট পুজোর মাধ্যমে এই পুজো হয়ে আসছে। এদিন ছট ভক্তরা পুজোর আয়োজন করেছিলেন ঘাটে। পুজো দেখতে সাধারণ মানুষের ভিড় ছিল যথেষ্ট, মেলা বসেছিল।

পুজোয় সামিল হওয়া ছট ভক্ত রাজা দাস জানান, পরিবারের সুখ, সমৃদ্ধি ও অনেকের মানত থাকায় চৈত্রী ছট পুজো করে থাকেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *