Teacher, Nalhati, এক সঙ্গে আটজন শিক্ষিকার চাকরি যাওয়ার সম্ভবনা, পঠন পাঠন থমকে যেতে বসেছে নলহাটি হাইস্কুল ফর গার্লসে

আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ৩ এপ্রিল: এক সঙ্গে আট জন শিক্ষিকার চাকরি চলে যেতে বসেছে। ফলে থমকে যেতে বসেছে স্কুলের পঠন পাঠন। চিন্তায় স্কুলের প্রধান শিক্ষিকা। এমনই ছবি ধরা পড়েছে বীরভূমের নলহাটি হাইস্কুল ফর গার্লসে।

স্কুল সূত্রে জানা গিয়েছে, স্কুলের ছাত্রী সংখ্যা ২৩০০ জন। ৪১ জন শিক্ষিকার শূন্য পদে কর্মরত ছিলেন ২২ জন। ফলে আগে থেকেই ১৯ জন শিক্ষিকা কম রয়েছে স্কুলে। তারপর নতুন করে আট জন শিক্ষিকা সুপ্রিম কোর্টের রায়ে কাজ হারানোয় সমস্যায় পড়েছেন প্রধান শিক্ষিকা বিদিশা সিনহা। তিনি বলেন, “পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির সব ক্লাস নিতে হলে ৪১ জন শিক্ষিকার প্রয়োজন। কিন্তু সেই শিক্ষিকা নেই। ২০১৬ সালে আট জন শিক্ষিকা পেয়েছিলাম। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রায়ে সম্ভবত তাদের হারাতে চলেছি। যদি আট জনকে ছেড়ে দিতে হয় তাহলে শিক্ষিকার সংখ্যা দাঁড়াবে ১৪ জন। ফলে বিজ্ঞান বিভাগের কোনো ক্লাস নিতে পারব না। কলা বিভাগ চালানো সম্ভব হবে না। আমি স্কুলকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে স্কুলের অগ্রগতি থমকে যাবে। তবে এখনও পর্যন্ত ডি আই অফিস থেকে কোনো কাগজ আসেনি। যতক্ষণ কাগজ না আসে ততদিন ওরা স্কুলে আসবে।”

তবে সুপ্রিম কোর্টের রায় নিয়ে কোনো মন্তব্য করতে চাননি আট শিক্ষিকা। শিক্ষিকাদের অবসর ঘরে তারা কান্নায় ভেঙে পড়েছেন। কেউই কথা বলার মতো অবস্থায় ছিলেন না। স্কুলে শোকের আবহাওয়া দেখা গিয়েছে। ছাত্রীরাও কান্নায় ভেঙে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *