পার্থ খাঁড়া, আমাদের ভারত, ৯ সেপ্টেম্বর: একাধিক দাবি তুলে ধরে সোমবার বিকেল ৩টে নাগাদ স্মল সেভিংস এজেন্ট ইউনিয়নের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির তরফে ডেপুটেশন দেওয়া হলো স্মল সেভিংসের পোস্টাল ডিপার্টমেন্টের মেদিনীপুর ডিভিশনের ডেপুটি ডিরেক্টরের কাছে। মেদিনীপুর শহরের রাঙামাটিতে অবস্থিত পোস্টাল ডিপার্টমেন্টের স্মল সেভিংস শাখার ডেপুটি ডিরেক্টর বা উপ অধিকর্তার কার্যালয়ে গিয়ে স্মল সেভিংস এজেন্টস ইউনিয়নের অধীন পোস্টাল এজেন্টরা নিজেদের দাবিপত্র বা স্মারকলিপি তুলে দেন ডেপুটি ডিরেক্টর প্রদীপ হালদারের হাতে।
প্রতিদিনের আদায়ীকৃত টাকা জমা দেওয়ার ঊর্ধ্বসীমা ২০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা, কমিশন বৃদ্ধি করা, এলআইসি বা অন্য সংস্থার মতো পোস্টাল এজেন্টদের ক্ষেত্রেও অটো রিনিউয়াল পদ্ধতি অবলম্বন করা এবং কাজের ভিত্তিতে অর্থাৎ টাকা কালেকশনের পরিমাণের উপর নির্ভর পুনরায় রিওয়ার্ড বা পুরস্কার দেওয়ার প্রথা চালু করার দাবি জানানো হয় এদিনের এই ডেপুটেশন কর্মসূচির মাধ্যমে।
পোস্টাল এজেন্টদের এই দাবিগুলি যে ন্যায্য এবং তা পূরণ করার ক্ষেত্রে তিনি উদ্যোগী হবেন, এদিন বিকেলে সাংবাদিকদের তা জানিয়েছেন ডেপুটি ডিরেক্টর প্রদীপ হালদার।