Jogesh Chandra Chaudhury Law College দোষীদের শাস্তির দাবিতে যোগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজের প্রাক্তনীদের মিছিল

আমাদের ভারত, কলকাতা, ৯ সেপ্টেম্বর: আর জি কর-এ ঘটে যাওয়া পৈশাচিক কাণ্ডের পর এক মাস কেটে গেছে। মূল ঘটনার প্রতিবাদে এবং ‘বিচার চাই’ ধ্বনি তুলে যোগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজের প্রাক্তনী এবং আইনজীবীরা রবিবার সন্ধ্যায় প্রতিবাদ সভা করেন। এঁদের অধিকাংশই ছিলেন নবীন।

অভিযানের মূল উদ্যোক্তা, কলেজের প্রাক্তনী দীপশিখা ভৌমিক জানান, মূল অপকর্মে অন্যতম প্রধান সন্ধিগ্ধ সন্দীপ ঘোষ ধৃত তবে, আর্থিক অনিয়মের দায়ে। সঞ্জয় রায় ধৃত ধর্ষণ ও হত্যার অপরাধে। অথচ তার শরীরে আঘাতের কোনও প্রমাণ ছাড়া তাকে আদালতে তুলে যথেষ্ট প্রমাণের অভাব দেখিয়ে সঞ্জয়কে বাঁচিয়ে নেবার চেষ্টা চলছে। কেন্দ্র সরকার পরিচালিত সিবিআই এবং রাজ্য সরকারের এই নির্লজ্জ গোপন আঁতাতের বিরুদ্ধে দাঁড়িয়ে এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং তারপরে কর্তৃপক্ষের দ্বারা প্রমাণ লোপাটের প্রতিবাদে চিকিৎসকরা একা নয়, সুবিচারের দাবিতে যোগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজের আইনজীবীরা পথে। আইনি মারপ্যাঁচ দিয়ে সত্যকে ঢাকা যাবে না। আইন ব্যবস্থার ওপর চাপ বানিয়ে রাখতে হবে। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে না কাঁদে।

যোগেশ চন্দ্র চৌধুরী আইন কলেজের প্রাক্তনীদের পক্ষ থেকে অন্যতম প্রাক্তনীর পক্ষ থেকে মমতা ব্যানার্জির কাছে দাবি করা হলো, আর জি কর-কাণ্ডে আসল দোষীদের শাস্তি দেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *