পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ সেপ্টেম্বর: গ্রাম পঞ্চায়েত প্রধানের নামে কুরুচিকর ফেসবুক পোষ্ট করায় প্রশাসনের দ্বারস্থ হলেন প্রধান।
জানাযায় শিক্ষক দিবসের দিন সন্ধিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশরাফ গায়েন নিজ উদ্যোগে বেশকিছু গ্রাম পঞ্চায়েত সদস্য ও সমাজসেবকদের নিয়ে সন্ধিপুর হাইস্কুলের শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা জানান। আর সেই ছবি পোষ্ট করেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে। সেখান থেকেই পোষ্টটি কপি করে তাজমুল মল্লিক তার নিজস্ব ফেসবুক প্রোফাইলে পোস্ট করে লেখেন, “ইনি হচ্ছেন আমাদের গড়বেতা ১ নাম্বার ব্লকের সন্ধিপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমাদের হাইস্কুলে শিক্ষক দিবসে শিক্ষিকদের অভিনন্দন জানাচ্ছেন। খুব ভালো ব্যাপার তাই না? কিন্তু এই প্রধান হল নিরক্ষর.. আনন্দের বিষয় হলো এটা।”
এই পোষ্ট চোখে পড়তেই ক্ষুব্ধ হয়ে ওঠেন পঞ্চায়েত প্রধানের অনুগামীরা। তাই যাতে কোনো ঝামেলার সৃষ্টি না হয়, তাই সন্ধিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আশরাফ গায়েন তড়িঘড়ি সন্ধিপুর পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানান। আশরাফ গায়েন বলেন, শিক্ষক দিবসের আগের দিন আমার কাছে এসে দুটি ত্রিপল দাবি করেন তাজমুল মল্লিক। আমি জানাই তোমার বারান্দা বাড়ি, তুমি ত্রিপল পেতে পারো না। সেই কারণেই তার পরের দিনই এই ফেসবুক পোষ্ট করেন তাজমুল মল্লিক বলে দাবি প্রধানের।