পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ ব্লকের বঞ্চিত ঠিকাদারা তাদের এমজিএমআরজিএস (MGNRGS)- এর কাজের প্রাপ্য বকেয়া অর্থের দাবিতে সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে আজ বিক্ষোভ দেখালো।
সোমবার অবরোধ শেষে দাঁতন ২ ব্লকের বিডিও-র কাছে তারা তাদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে একটি ডেপুটেশন দেয়। ঠিকাদারদের অভিযোগ, বিভিন্ন অর্থবর্ষে বিভিন্ন কাজ ও মালপত্র সরবরাহ করলেও এখনও পর্যন্ত কোনো অর্থ পাননি। কেন্দ্রীয় সরকার তাঁদের এই প্রাপ্য টাকা না দেওয়ায় চরম আর্থিক সঙ্কটে পড়েছেন তাঁরা। ঠিকাদারেরা জানান, তাদের দাবি তাদের বকেয়া টাকা মিটিয়ে দিতে হবে। টাকা না মেটালে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবে তারা।